1. admin@thedailyintessar.com : rashedintessar :
আকর্ষণীয় অফারের মাধ্যমে শুরু হলো স্যামসাং এস ২১ আলট্রা'র প্রি-অর্ডার : থাকছে না চার্জার ও ইয়ারফোন। - The Daily Intessar
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৬ অপরাহ্ন

আকর্ষণীয় অফারের মাধ্যমে শুরু হলো স্যামসাং এস ২১ আলট্রা’র প্রি-অর্ডার : থাকছে না চার্জার ও ইয়ারফোন।

টিডিআই রিপোর্ট :
  • Update Time : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

বাংলাদেশে শুরু হয়েছে কোরিয়ান প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং ২০২১ সাল এর এস-সিরিজের ফ্লাগশিপ ফোন এস-২১ আল্ট্রা’র  প্রি-অর্ডার। ২০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রি-অর্ডার ।  এবং ফোনটি ডেলিভারি দেয়া  হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত।

ফোনটির বাংলাদেশি মূল্য : – ১,৩৯,৯৯৯/- টাকা। ২০ হাজার টাকা নগদ অথবা অনলাইনে বিভিন্ন অ্যাপ ও কার্ডের মাধ্যমে জমা দিয়ে প্রি-অর্ডার করা যাবে।

প্রি-অর্ডার লিঙ্ক- https://www.s21preorder.com/

প্রি-অর্ডার কারীদের জন্য গিফট হিসাবে থাকছে-  স্যামসাং গ্যালাক্সি বার্ডস প্রো অথবা ১০ হাজার টাকা ক্যাশব্যাক , এছাড়াও থাকছে গ্যালাক্সি স্মার্ট ট্যাগ , সর্বোচ্চ ২৪ মাস ফ্রী ইএমআই, গ্রামীণফোন ট্যাগিং এ ২০ জিবি ডাটা, রবি/ এয়ারটেল ট্যাগিং এ ১৫ জিবি ডাটা, বাংলালিংক ট্যাগিং এ ১২ জিবি ডাটা, সিটি ব্যাংক রিওয়ার্ড পয়েন্টে ১০ হাজার টাকা, নির্দিষ্ট মডেল এক্সচেঞ্জে ১০ হাজার টাকা ছাড়।

ফোনটিতে নতুনত্ব ও চমক হিসেবে থাকছে- ডায়নামিক সুপার এমোলেড ২× ডিসপ্লে , ১০৮ মেগা পিক্সেল ক্যামেরা,  ১০০x পারফেক্ট জুম, এলপিডিডিআর ফাইভ, ১২ জিবি রেম, ২৫৬ জিবি রোম, এবং ফাইভ ন্যানোমিটার চিপসেট।

ফোনটির বক্সের ভিতরে থাকছে – সিম কার্ড খোলার জন্য একটি পিন ও ডাটা ক্যাবল।

কিন্তু থাকছে না কোন চার্জার ও ইয়ারফোন।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar