মিনি কক্সবাজার নামে পরিচিত ইলিশের রাজ্য চাঁদপুর বর্তমানে পর্যটকদের কাছে অত্যন্ত সুপরিচিত বিনোদনের স্থান হয়ে উঠেছে।বিকেলে সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখার জন্য ভ্রমণপিপাসুদের জন্য চমৎকার স্থান এটি।
বেসরকারিভাবে এখানে আছে পর্যটকদের জন্য কক্সবাজার সী-বীচের ন্যায় বালুচরের উপর সারিবদ্ধ ছোট ছোট বেঞ্চ, প্রতিটি বেঞ্চের উপর আছে রঙিন ছাতা যেখানে হেলান দিয়ে বা শুয়ে দেখা যায় নদীর স্রোত ও ছোট ছোট ঢেউ।
প্রতিদিন প্রায় হাজারো পর্যটক ভিড় জমায় এখানে,ঝাউগাছ আর রোদের আলোয় ঝিকিমিকি বালিতে অনেকে করে নিচ্ছেন নিজেকে ফ্রেমে বন্দী।
অনেকে খেলছেন লিটার কোক বাজিতে জলে-স্থলে ফুটবল , কেউবা তুলছেন হাঁটুজলে ডাব হাতে সেলফি।
পর্যটকদের জন্য এখানে আছে- চেঞ্জ রুম, নামাজের স্থান, একাধিক টং দোকান, পেয়ারা, ডাব, ঝাল মুড়ি, ভাজা ইলিশ ইত্যাদি।
ঢাকা থেকে লঞ্চযোগে খুব সহজেই চলে আসতে পারেন মিনি কক্সবাজার নামে পরিচিত ইলিশের রাজ্য এই চাঁদপুরে।