1. admin@thedailyintessar.com : rashedintessar :
ইছাপুরা গ্রামে সাড়ে ৮ একর বিশাল জমির উপর নির্মিত এম. জে. হলিডে রিসোর্ট। - The Daily Intessar
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৯ পূর্বাহ্ন

ইছাপুরা গ্রামে সাড়ে ৮ একর বিশাল জমির উপর নির্মিত এম. জে. হলিডে রিসোর্ট।

জাবের হোসেন :
  • Update Time : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

মুন্সীগঞ্জ জেলা শহরের নিকটে সিরাজদিখান উপজেলার ইছাপুরা এলাকার গ্রামের পথ পেরিয়ে পশ্চিম ইছাপুরা গ্রামে সাড়ে ৮ একর বিশাল জমির উপর রয়েছে এম. জে. হলিডে রিসোর্ট। এই রিসোর্টটিতে রয়েছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে আচ্ছন্ন। যুগল ও স্বপরিবারের নিজেদের মতো করে থাকা খাওয়ার সুব্যবস্থা। এখানে বিনোদনের জণ্য রয়েছে সুইমিং পুল, পার্ক, মাঠ সহ অন্যন্য অনেক সুযোগ সুবিধা। এই রিসোর্ট কর্পোরেট পিকনিক, বিবাহের অভ্যর্থনা, জন্মদিনের পার্টি, কর্পোরেট মিটিং এবং সম্মেলন, প্রেস কনফারেন্স, একাডেমিক আলোচনাসভা, স্বাক্ষর অনুষ্ঠান, পণ্যের প্রচার এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য উপযোগী। এখানে মজাদার সব খাবার পরিবেশন করা হয় । মাত্র দুই বছর আগে গড়া এই রিসোর্টটিতে দিনদিন পর্যটকদের সংখ্যা বেড়েই চলছে। একমাত্র এই রিসোর্টেই রয়েছে তিনটি সুইমিং পুল।

কম খরচে রাত্রী যাপনের জন্যও রয়েছে সুব্যবস্থাঃ

মুল্য তালিকাঃ * স্ট্যান্ডার্ড রুম টাকা. ২,৫০০/ রাত্রি ডিলাক্স রুম টাকা. ৩,৫০০ / রাত্রি

ফামিলি সুইট টাকা. ৪,৫০০ / রাত্রি

অতিরিক্ত বেড টাকা. ৫০০
প্রবেশ ফি: টাকা . ২০০/ ব্যক্তি

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar