বসন্ত মানেই প্রকৃতির নতুন রূপ। প্রকৃতির সাথে মিল রেখে নারীরা সেজে উঠে ফাল্গুনের নিত্য নতুন সাজে ।
বিউটি এক্সপার্ট ও নারী উদ্যোক্তা ইতি এঞ্জেলস মেকওভারের স্বত্বাধিকারী ইতি এঞ্জেল জানান নারীরা এই দিনটিতে তাদের সাজগোজ নিয়ে একটু ঝামেলায় পড়ে যায়।
ফাল্গুনী সাজগোজের আরও নানা দিক তুলে ধরেন তিনি।
তিনি বলেন- ফাল্গুনের সাজে পূর্ণতা আনতে কেমন হতে পারে সাজগোজ। আমি ইতিমধ্যে আমার ফেসবুক অফিশিয়াল পেজে ফাল্গুন নিয়ে দুটি লাইভ করেছি তোমরা চাইলে আমার অফিসিয়াল ফেসবুক পেজ Eti Angel’s Makeover থেকে ঘুরে আসতে পারো।
বাসায় বসে সুন্দর ও ঝামেলামুক্ত সাজ করতেই আজকের এই প্রতিবেদন। জেনে নাও ফাল্গুনের সাজ কেমন হবে।
কন্সিলার দিয়ে মুখের ছোটখাট দাগ গুলো ঢেকে দিতে দিতে পারো।দিনের বেলা ফাউন্ডেশন ব্যবহার না করাই ভালো তবে রোদ থেকে ত্বককে বাঁচাতে প্রথমে মুখে ৫ থেকে ৮ মিনিট সানস্ক্রিন লোশন লাগিয়ে অপেক্ষা করো। সানস্ক্রিন শুকিয়ে এলে বেইজ মেকআপ শুরু করো। ফাইনাল ফিনিশিং দিতে ফেইজ পাউডার ব্যবহার করতে পারো। এরপর ইচ্ছে হলে হালকা পিচ বা গোলাপি রঙের ব্লাশন লাগাতে পারো।
চোখ সাজানোর জন্য ব্যবহার করতে পারো পোশাকের সাথে মিলরেখে ব্রাউন, গোল্ডেন, কপার, সোনালি বাদামি, লালচে সোনালি, ইত্যাদি উজ্জ্বল রঙের আইশ্যাডো।মোটা করে কাজল এবং চোখের পাপড়ি, মাশকারা।
শাড়ির সাথে চুলে খোঁপা ও বেলি ফুলের মালা দিয়ে বেণী। ছোট ছোট ফুল ও বসিয়ে দিতে পারো পুরো বেণীতে। বড় একটি গোলাপ বা জারবেরা খোঁপার একপাশে দিতে পারো। ফুলের মালা দিয়েও জড়িয়ে নিতে পারো খোঁপাটি।
শাড়ির সাথে পরতে পারো লম্বা পুঁতির মালা। হাতের জন্য বেছে নিতে পারো কাঠ, মাটি, মেটাল বা কাঁচের রেশমি চুড়ি। গলায় কিছু না পরাটাই ভালো। সাজ পোশাক যেহেতু হালকা তাই গয়নাটাও হালকা মানের এবং দেশীয় হলে ভালো হয়।
স্লিপার বা অল্প উচ্চতার হিল পড়তে পারো। আর যদি হাই হিলে অভ্যস্ত থাকো তাহলে হাই হিল -ই পরো।
সাজে সজীবতার জন্য হালকা সুগন্ধি ব্যবহার করতে পারো।
লাল বা কুমকুম দিয়ে ডিজাইন করা টিপ পড়তে পারো। সাজে সিগ্ধতা আনতে ঠোঁটের জন্য হালকা রঙের লিপস্টিক ও লিপগ্লস বেস্ট।