1. admin@thedailyintessar.com : rashedintessar :
স্বপ্নের ঠিকানা : ঠিকানা ডে আউটার্স। - The Daily Intessar
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০২ পূর্বাহ্ন

স্বপ্নের ঠিকানা : ঠিকানা ডে আউটার্স।

টিডিআই রিপোর্ট:
  • Update Time : শনিবার, ৬ মার্চ, ২০২১

বুকিং ছাড়া প্রবেশ করা যাবেনা ঠিকানায়। বুকিং করার নিয়ম এসএমএস অপশনে গিয়ে লিখতে হবে –

Booking Date: 00-00-2021

Approximate time of arrival: 00 -00PM

Total member: 5 লিখে এসএমএস করতে হবে 01726666663 নম্বরে।

দুই শত টাকা প্রবেশমূল্য দিয়ে ঠিকানায় ঢুকে আপনি সকাল থেকে রাত ১২টা পর্যন্ত সময় কাটাতে পারবেন। সাথে থাকছে খাবারে প্রবেশ মূল্যের ২০০ টাকা ক্যাশব্যাক ও নৈস্বর্গিক অনুভূতি।

‘ঠিকানা ডে আউটার্স’ তৈরি করা হয়েছে দেশীয় ঐতিহ্যবাহী কাঠের বাড়ির নান্দনিক কারুকার্যে। ঠিকানায় প্রবেশের মূল ফটক থেকে শুরু করে পুরোটাজুড়ে খুঁজে পাবেন গ্রামীণ শৈল্পিক ছোঁয়া, আকাশ ও প্রকৃতির নানা সময়ে নানা রং ও রূপ।প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঠিকানা থেকে সূর্যদয় এমনকি সূর্যাস্ত দেখার জন্যও সবাই ভিড় জমাচ্ছেন। এ বাড়ির সামনে রয়েছে বিশাল আমবাগান ও সবুজ চাদরে মোড়ানো মাঠ।

চারপাশে দিগন্ত বিস্তৃত বাহারি রঙা হাজারো ফুল দিয়ে সাজানো ঠিকানা। তরুণ-তরুণীদের কাছে এটি স্বপ্নের ঠিকানা।

প্রাকৃতিক পরিবেশের আবহাওয়ায় ভিন্নতা এনেছে গ্রামীণ সাজসজ্জা ফুলে ফুলে সাজানো গ্রামীণ ঐতিহ্যের আদলে বাড্ডার বেরাইদে ১০০ ফুট রাস্তার পাশে গড়ে উঠা ব্যতিক্রমী ডে আউটার্স  “ঠিকানা” ঠিকানা রাজধানীবাসীর কাছে এখন বেশ জনপ্রিয় আড্ডাস্থল।

গুলশান থেকে ২-৩ কি: মি: দূরে বাড্ডা বেরাইদ বালু নদীর পাড়ে অবস্থিত ঠিকানা। বিবাহ, জন্মদিন, গায়ে হলুদসহ যে কোন কর্পোরেট বা পারিবারিক অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন – অথবা একান্ত কাছের মানুষদের নিয়ে সকাল, দুপুর বা রাতের খাবার খেতে আসতে পারেন ঠিকানায়।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar