ভোলা জেলার লালমোহন থানার পূর্বদিকে মেঘনা নদীর পার ‘মঙ্গলশিকদার’ বিকেল বেলা ঘুরার জন্য যথেষ্ট সুন্দর জায়গা। আবেগময় বাতাস, মন উতলা নদীর ঢেউ….আশেপাশে সবুজ শ্যামল গাছ-পালা, সময়টা অসাম ফিলিংসে কাটিয়ে যায়। না গেলে মিস করবেন সবাই……
লালমোহন দক্ষিন ভোলার একটি সবুজ প্রাকৃতিক জনপদ যার পূর্বে বিশাল মেঘনা ও পশ্চিমে তেতুলিয়া নদী। এই দুই নদী পারের নৈসর্গিক ও ভয়ংকর সুন্দর জায়গাগুলোই এই এলাকার মূল আকর্ষন তাছাড়া মেঘনার মাঝখানে গড়ে ওঠা দ্বীপ (চর) গুলো দেখলে আপনার মনে হবে আপনি সুন্দরবনে আছেন।
এছাড়া চিরাচরিত বাংলার ঐতিহ্যগুলো অনেক আগে থেকেই লালন করে আসছে এই এলাকার মানুষজন। মাছে ভাতে বাঙালী যার অনেকটা যথার্থতা এইখানে পাবেন। আর আধুনিক নাগরিক সব সুযোগ সুবিধাতো থাকছেই। সরকারের দৃষ্টি পড়লে বাংলাদেশের অনেক পর্যটন এড়িয়ার চেয়ে এই এলাকাকে আরো সুন্দর করে বাস্তবায়ন সম্ভব।