দেশে করোনায় একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু ১ শত ১২ জন।
রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর তথ্যসূত্রে করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তরা আগের চেয়ে দ্রুত মারা যাচ্ছেন। দেশে প্রতি ১৬ মিনিটে ১ জন মারা যাচ্ছেন করোনায়।
মৃতদেহের চাপ সামলাতে রায়ের বাজার কবরস্থানে আগাম খুঁড়ে রাখা হয়েছে অনেক কবর।
দেশে এখন পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ১০ হাজার ৪ শত ৯৭ জনের।২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ১ শত ৫২ জনের। নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ২ শত ৭১ জন।
গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ১৭.৬৮ শতাংশ।এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৭ লক্ষ ২৩ হাজার ২ শত ২১ জন।এবং ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬ হাজার ৩ শত ৬৪ জন। মোট সুস্থ হয়েছে ৬ লক্ষ ২১ হাজার ৩ শত জন।
আইইডিসিআরের গবেষণা বলছে উপসর্গ দেখা দেয়ার ৫ দিনের মধ্যেই মারা যাচ্ছেন ৫২ শতাংশ রোগী। আর গত মাসের তুলনায় এ মাসে মৃত্যু বেড়েছে ৩২ শতাংশ। চিকিৎসকেরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণ ছাড়া মৃত্যু কমানো সম্ভব নয়।