করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি আছেন চিত্রনায়ক আলমগীর, আজ মঙ্গলবার ২০ এপ্রিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে আঁখি আলমগীর। ১৮ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন নায়ক আলমগীর এবং সেদিনই তাকে গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আঁখি আলমগীর। জানা যায় নায়ক আলমগীর শারীরিকভাবে সুস্থ আছেন।