চাইনিজ জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগে বৃটেনের একটি আদালতে মামলা করা হয়েছে।
বিবিসি জানায়, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, মোবাইল নম্বর, লোকেশন এবং বায়োমেট্রিক তথ্য গোপনে সংরক্ষণ করেছে টিকটক।
এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বৃটেনের শিশুবিষয়ক কমিশনার।তবে এসব অভিযোগ অস্বীকার করে আইনি চ্যালেঞ্জ মোকাবিলার কথা জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ।
অপরদিকে যারা সহিংসতা বা বিদ্বেষমূলক ভিডিও ছড়াবে তাদের আইডি নিষিদ্ধ করার কথা জানিয়েছে টিকটক।