দেশে সর্বাত্মক লকডাউনের কারণে জরুরী সেবা ব্যতীত সবকিছুর মতো বন্ধ দোকানপাট ও শপিংমল ।
এদিকে ব্যবসায়ীদের দাবি এই ঈদে ব্যবসা না করতে পারলে পথে বসতে হবে তাদের। এমত অবস্থায় বাংলাদেশ দোকান মালিক সমিতি- প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ার জন্য।
সরকারের উচ্চপর্যায় থেকে ধৈর্য ধরতে বলা হয়েছে দোকান মালিকদের। গণমাধ্যমকে এমনটিই বলেছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ।
তিনি আরো বলেন সরকারের শীর্ষ পর্যায়ে টেলিফোনে কথা হয়েছে। বলা হয়েছে- এ মুহূর্তে জীবন বেশি গুরুত্বপূর্ণ। করোনার এখনকার ধরন খুবই খারাপ। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কষ্ট করছে, সেটি আমরা দেখছি। আপনারা একটু কষ্ট করেন। আমরা দোকানপাট ও বিপণিবিতান খোলার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত দেব।
আগামী সোমবার থেকে দোকানপাট খুলে দেওয়া হতে পারে, এমনটি আশা করছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।