1. admin@thedailyintessar.com : rashedintessar :
দেশের অভিজাত বাফেট রেস্টুরেন্ট দি রিও লাউঞ্জে হতে পারে গেট টুগেদার : ইতি এঞ্জেল। - The Daily Intessar
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৮ পূর্বাহ্ন

দেশের অভিজাত বাফেট রেস্টুরেন্ট দি রিও লাউঞ্জে হতে পারে গেট টুগেদার : ইতি এঞ্জেল।

টিডিআই রিপোর্ট :
  • Update Time : রবিবার, ৩০ মে, ২০২১

বিউটি এক্সপার্ট ও নারী উদ্যোক্তা ইতি এঞ্জেলস মেকওভারের স্বত্বাধিকারী ইতি এঞ্জেল বলেন দীর্ঘদিন ধরে ভাবছি আমার ফেসবুক পেজ ও গ্রুপ মেম্বারদের নিয়ে একটি গেট টুগেদার পার্টির আয়োজন করব। কিন্তু মহামারি করোনা ভাইরাসের কারণে সেটি আর করা হয়ে উঠেনি।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যে রেস্টুরেন্টে সীমিত পরিসরে অনুষ্ঠান করার অনুমতি দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের তৃতীয় সপ্তাহে অর্থাৎ জুনের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে ফেসবুক পেজ ও গ্রুপ মেম্বারদের মতামতের ভিত্তিতে দেশের অভিজাত বাফেট রেস্টুরেন্ট দি রিও লাউঞ্জে গেট টুগেদার পার্টির আয়োজন করব ইনশাআল্লাহ।

ইতি এঞ্জেল বলেন- দি রিও লাউঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিজাত বাফেট রেস্টুরেন্টে অতিথিরা মধ্যহৃভোজে শতাধিক পদের বাহারী খাবার গ্রহণ করতে পারবেন। এটি দেশি- বিদেশি ভোজন রসিকদের প্রত্যাশা পূরণ করবে। 

বিশুদ্ধ ও শতভাগ হালাল খাবারের নিশ্চয়তা থাকছে দি রিও লাউঞ্জে। সর্বোচ্চ মানসম্পন্ন, স্বাস্থ্যসম্মত ও রুচিশীল খাবারের বিশাল সম্ভার নিয়ে থাকছে ইন্ডিয়ান, থাই, চাইনিজ, কন্টিন্যান্টাল, জাপানিজ, ট্র্যাডিশনাল খাবারের বিশাল আয়োজন। 

দি রিও লাউঞ্জ ৫৫০ জন অতিথির ধারণ ক্ষমতা সম্পন্ন রেষ্টুরেন্ট। এখানে এক্সক্লুসিভ ইনটেরিওরের সঙ্গে আরও আছে- কিডস্ গেমিং জোন, কনফারেন্স হল, সেলফি বুথ, যেকোন অুনষ্ঠানের জন্য পৃথক মঞ্চ, ভিআইপি মিটিং রুম, জুসবার, কফি হাউজ, আইসক্রিম পার্লার ইত্যাদি।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar