লিজান গ্রুপের চেয়ারম্যান তানিয়া হক শার্মি কে প্রধান অতিথি করে নারী উদ্যোক্তা ও বিউটি এক্সপার্ট ইতি এঞ্জেলস মেকওভারের স্বত্বাধিকারী ইতি এঞ্জেল তার ফেসবুক পেজ ও গ্রুপ মেম্বারদের নিয়ে “বিউটি মাফিয়া’স গেট টুগেদার ২১” শিরোনামে একটি গেট টুগেদার পার্টির আয়োজন করেছেন। এতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন টিউলিপ রহমান ও জান্নাত তালুকদার।
ইতি এঞ্জেল বলেন- গেট টুগেদার পার্টি টি গতবছর করার কথা থাকলেও বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে সেটি আর করা হয়ে ওঠেনি।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রেস্টুরেন্টে সীমিত পরিসরে অনুষ্ঠান করার অনুমতি দিয়েছেন। তাই সীমিত পরিসরে জুনের ১৮ তারিখে ফেসবুক পেজ ও গ্রুপ মেম্বারদের মতামতের ভিত্তিতে ধানমন্ডির অভিজাত বাফেট রেস্টুরেন্ট দি ফরেস্ট লাউঞ্জে গেট টুগেদার পার্টির আয়োজন করতে যাচ্ছি ইনশাআল্লাহ।
ইতি এঞ্জেল বলেন-দি ফরেস্ট লাউঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিজাত বাফেট রেস্টুরেন্টে অতিথিরা আনলিমিটেড ড্রিংস সহ মধ্যহৃভোজে শতাধিক পদের বাহারী খাবার গ্রহণ করতে পারবেন। এটি দেশি- বিদেশি ভোজন রসিকদের প্রত্যাশা পূরণ করবে।
বিশুদ্ধ ও শতভাগ হালাল খাবারের নিশ্চয়তা থাকছে দি ফরেস্ট লাউঞ্জে। সর্বোচ্চ মানসম্পন্ন, স্বাস্থ্যসম্মত ও রুচিশীল খাবারের বিশাল সম্ভার নিয়ে থাকছে ইন্ডিয়ান, থাই, চাইনিজ, এরাবিক, কন্টিন্যান্টাল, জাপানিজ, ট্র্যাডিশনাল খাবারের বিশাল আয়োজন।
আরো থাকছে- লাইভ মিউজিক, সবুজে ঘেরা মনমুগ্ধকর রুফটপ, কনফারেন্স হল, সেলফি বুথ, যেকোন অুনষ্ঠানের জন্য পৃথক মঞ্চ, ভিআইপি মিটিং রুম, জুসবার, কফি হাউজ, ইত্যাদি।