করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
১৯ জুন মাহবুব তালুকদারের জ্বর আসে এবং শারীরিক অবস্থা খারাপ হওয়ায় আইসিইউ তে ভর্তি করা হয়। পড়ে পরীক্ষায় করোনা শনাক্ত হয়।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুব তালুকদারের একান্ত সচিব এনাম উদ্দীন।
দেশবাসীর কাছে মাহবুব তালুকদারের শারীরিক পরিস্থিতি স্থিতিশীলতার কথা জানিয়ে দোয়া চেয়েছেন একান্ত সচিব ও পরিবার।