২২ শে জুন মঙ্গলবার ব্র্যাক ব্যাংক তাদের সকল গ্রাহকদের কে একটি এসএমএস ও ইমেইল করেন যাতে বলা হয়,
“Dear Customer: BRAC Bank card transactions are cancelled with immediate effect for the listed merchants mentioned in tinyurl.com/BRCO91″
ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি ই-কমার্স সাইট থেকে ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডের মাধ্যমে কেনাকাটায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্র্যাক ব্যাংক। এসব অনলাইন মার্কেট প্লেস নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠায় এমন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ব্যাংকটি।
এটি নিয়ে প্রথম আলো -“ইভ্যালি, আলেশা মার্টসহ ১০ ই-কমার্সে কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা ব্র্যাক ব্যাংকের” শিরোনামে একটি নিউজ শেয়ার করেন ফেসবুকে, প্রথম আলোর পাঠক কমেন্ট বক্সে লিখেন- “তাহলেতো ব্রাক ব্যাংকের বিকাশে লেনদেন করাও ঝুঁকিপূর্ণ। কারন বিকাশ ৩ বছর ধরে বড় অংকের লোকশানে আছে। গত অর্থবছরে ৪৮ কোটি টাকা লোকসান দেখিয়েছে বিকাশ। অতিরিক্ত অফারের কারনে বিকাশও ঝুঁকিপূর্ণ হয়ে লোকসানে পতিত হয়েছে।”