আজ শুক্রবার ২৫ শে জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে। দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ১০৮ জন। যা করোনার ইতিহাসে দেশে দ্বিতীয় সর্বোচ্চ।
এর আগে গত ১৯ এপ্রিল দেশে করোনায় সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৬ জনে।
এছাড়া একদিনে দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৫ হাজার ৮৬৯ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ জন।
গত ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৬৫৩ জনের। এতে শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ।