1. admin@thedailyintessar.com : rashedintessar :
গোবর চোর ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশাল অভিযান। - The Daily Intessar
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৬ অপরাহ্ন

গোবর চোর ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশাল অভিযান।

টিডিআই রিপোর্ট :
  • Update Time : শুক্রবার, ২৫ জুন, ২০২১

ভারতজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে গোবর চুরির ঘটনায়। গ্রাম ঢুকে টাকা পয়সা বা মূল্যবান কোন জিনিস নয় চুরি করেছে এক টনের মতো গোবর।  সংঘবদ্ধ চোরদের ধরতে বিশাল অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোবর চুরির ঘটনাটি ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে। পুলিশ বলেছে, গত সপ্তাহে কোরবা জেলার ধুরেনা গ্রামের লোকজন পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁদের বাড়িতে রাখা ৮০০ কেজির বেশি গোবর চুরি হয়ে গেছে। চুরি হওয়া গোবরের দাম ১ হাজার ৬০০ রুপির মতো।

স্থানীয় পুলিশ কর্মকর্তা হরিশ তানদেকার গত বুধবার বলেন, ‘আমরা সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি। কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। চুরি করা বিশাল পরিমাণ গোবর কীভাবে নেওয়া হলো এবং কেন এটা চুরি করা হলো, সে বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই চুরির ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar