১ ই জুলাই থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে কেউ ঘর থেকে বের হতে পারবেন না। থাকবে না কোনো মুভমেন্ট পাস। টহলে থাকবে, বাংলাদেশে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ। মন্ত্রিপরিষদ সচিব এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গত বছরের মতো এবারও দরিদ্রদের জন্য আলাদা বরাদ্দ থাকবে।
সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে দেখা গেছে- সংক্রমণ অনেক বাড়ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে- লকডাউনের মেয়াদ আরও বাড়বে কিনা।
দেশে সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৫ শে জুন করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সারাদেশে ১৪ দিন সম্পূর্ণ ‘শার্টডাউন’ দেওয়ার সুপারিশ করে। এরই ধারাবাহিকতায় সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে।