ব্রাজিল গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছিল এক ম্যাচ হাতে রেখেই ।
তাই কোচ আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে বিশ্রাম দিয়েছিলেন নেইমারসহ মূল একাদশের অনেককে। নেইমারকে ছাড়া ব্রাজিল জিততে পারেনি ম্যাচটি। ১–১ গোলে ড্র হয় ম্যাচটি। এই ম্যাচে পাওয়া এক পয়েন্ট কোয়ার্টার ফাইনালে তুলে দিয়েছে ইকুয়েডরিয়ানদের।
ম্যাচের প্রথম গোলটি দিয়েছে ব্রাজিল। ৩৭ মিনিটে এদের মিলিতাওয়ের হেড এগিয়ে দেয় ব্রাজিলকে। ৫৩ মিনিটে আনহেল মেনার গোলে সমতায় ফেরে ইকুয়েডর।