1. admin@thedailyintessar.com : rashedintessar :
ইভ্যালি সহ দেশের সবকটি ই-কর্মাস, ক্রেতাকে ১০ দিনের মধ্যে পণ্য সরবরাহ করতে হবে। - The Daily Intessar
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮ অপরাহ্ন

ইভ্যালি সহ দেশের সবকটি ই-কর্মাস, ক্রেতাকে ১০ দিনের মধ্যে পণ্য সরবরাহ করতে হবে।

টিডিআই রিপোর্ট:
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

ধামাকা, ইভ্যালি, আলিশা মার্টসহ দেশের সবকটি ই-কর্মাস কীভাবে পরিচালিত হবে তার নির্দেশনা চূড়ান্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

নির্দেশনাটি বাস্তবায়িত হলে, অগ্রিম টাকা নেওয়ার ১০ দিনের মধ্যে ই-কমার্স কোম্পানিগুলো ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করতে হবে।

কেন্দ্রীয় ই-কমার্স সেলের প্রধান মো. হাফিজুর রহমান। ৩০ শে জুন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি আরো বলেন, ক্রেতা-বিক্রেতার অবস্থান ভিন্ন শহরে হলে পণ্য ডেলিভারির জন্য সর্বোচ্চ ১০ দিন সময় পাবে ই-কমার্স কোম্পানিগুলো। এই নির্দেশিকা কার্যকর হলে ই-কমার্সে সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে।

ক্রেতা যাতে প্রতারিত না হয়, সেজন্য নির্দেশিকায় বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। কোনো কোম্পানি এসব নিয়ম না মানলে সরকার ওই কোম্পানি বন্ধ করে দিতে পারবে, ক্রেতারাও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সংশ্লিষ্ট অন্যান্য আদালতে মামলা করতে পারবে।

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার বলেন, এই নির্দেশিকা কার্যকর হলে ই-কমার্স খাতে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত হবে, ক্রেতার অধিকারও সুরক্ষিত থাকবে। ক্রেতারা বিভিন্ন সময় নানা ভাবে প্রতারিত হয়ে আসছিলেন বলে এতদিন ধরে আমরা শুনেছি। নির্দেশিকায় এসব অনিয়ম দূর করার জন্য যথেষ্ট ব্যবস্থা রাখা রয়েছে।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar