আজ দুই বাংলার জনপ্রিয় মুখ জয়া আহসানের জন্মদিন।
বিজ্ঞাপন আর নাটকের গণ্ডি পেরিয়ে চলচ্চিত্রে পা রাখেন ২০০৪ সালে, মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ দিয়ে। আর কলকাতায় তাঁর প্রথম ছবি ‘আবর্ত’। এরই মধ্যে কাজ করেছেন খ্যাতিমান অনেক নির্দেশকের নির্দেশনায়। অভিজ্ঞতার ঝুলিতে চার-চারবার জমা পড়েছে বাংলাদেশের জাতীয় পুরস্কার। পেয়েছেন ভারতের ফিল্মফেয়ার। হেঁটেছেন কান উৎসবের রেড কার্পেটে। ‘দেবী’ দিয়ে নাম লিখিয়েছেন প্রযোজনায়।
সম্প্রতি শুটিং করলেন নতুন একটি বিজ্ঞাপনের। এ বছরের সরকারি অনুদানের ছবির তালিকায় প্রযোজক হিসেবে আছে জয়ার নামও। নির্মাতা মেজবাউর রহমান সুমনকে নিয়ে বানাবেন ‘রইদ’। কলকাতায় মুক্তির অপেক্ষায় আছে তাঁর একগুচ্ছ ছবি।