1. admin@thedailyintessar.com : rashedintessar :
দোকান খুলতে চান ব্যবসায়ীরা : ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মেয়রের। - The Daily Intessar
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:০১ অপরাহ্ন

দোকান খুলতে চান ব্যবসায়ীরা : ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মেয়রের।

টিডিআই রিপোর্ট :
  • Update Time : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

করোনা ভাইরাস প্রতিরোধে দেশে চলছে লকডাউন। এসময় দোকান খোলা রাখতে নির্ধারিত সময় বেঁধে দিয়েছে সরকার। বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে।

ওই নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (৫ জুলাই) সকালে রাজধানীর বিজয় সরণি মোড়ের ফোয়ারা পরিদর্শন শেষে মেয়র এ কথা বলেন। এসময় করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে মাস্ক পরার আহ্বান জানান তিনি।

অন্যদিকে ১ জুলাই থেকে ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন আরও সাত দিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করেছে সরকার। এইন চলমান লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে অল্প সময়ের জন্য হলেও দোকান খুলে ব্যবসা পরিচালনা করার সুযোগ চায় দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি।

সোমবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক ভিডিওবার্তায় এ দাবি জানায় সংগঠনটি।

ভিডিওবার্তায় দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি জাতীয় পরিষদের আহ্বায়ক তৌফিক এহেসান বলেন, আমরা ক্ষুদ্র ও মাঝারি প্রায় ৫৪ লাখ ব্যবসায়ী এবং আমাদের সঙ্গে জড়িত কর্মচারী আরও প্রায় আড়াই কোটি।

আমরা গত মে ও জুন মাসে দোকান-কর্মচারীদের বেতন দিতে পারিনি।

এই বৃহৎ গোষ্ঠীর কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে অল্প সময়ের জন্য হলেও দোকান খুলে ব্যবসা পরিচালনা করার সুযোগ দেওয়ার আবেদন জানাচ্ছি।

আড়াই কোটি দোকান-কর্মচারীকে রেশন কার্ডের আওতায় আনার দাবিসহ তাদের বিদ্যুৎ বিল কিস্তি করে দেওয়ার জন্য অনুরোধ জানান ব্যবসায়ীরা।

ভিডিওবার্তায় উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতির অনেকে তাদের পুঁজি ভেঙে খাচ্ছেন। তারা আজ নিঃস্ব। তাদের আবার ব্যবসায় ফিরিয়ে আনতে সহজ শর্তে ট্রেড লাইসেন্সের ভিত্তিতে আর্থিক ঋণ বা প্রণোদনার ব্যবস্থা করা হোক।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar