নেইমার-জাদুতে পেরুকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে ব্রাজিল। একইসঙ্গে নিজেদের ফাইনাল টিকিটটা কনফার্ম করে ফেলেছে তিতের দল। রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে সেমিফাইনালে ১-০ গোলে জিতেছে দলটি। নেইমারের সাজিয়ে দেওয়া বলে গোলটি করেন লুকাস পাকুয়েতা।
আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে প্রথমার্ধেই এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে দারুণ লড়াই করে পেরু। কিন্তু স্বাগতিকদের জমাট রক্ষণ ভাঙতে পারেনি গত আসরের রানার্সআপরা। তাদের আবার হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে সেলেকাওরা।
এ নিয়ে ২১ বার কোপা আমেরিকার ফাইনালে উঠল ব্রাজিল। এবার ফাইনালে তারা খেলবে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যে বিজয়ীর সঙ্গে।