গোল না পেয়েও ম্যাচের সেরা ফুটবলার নেইমার। গোটা ম্যাচে তার পায়ের কারুকাজ দেখা গেছে অনেকবারই। নেইমারের জাদুকরি পাস থেকে লুকাস পাকুয়েতার গোলে পেরুকে হারায় ব্রাজিল।
কোয়ার্টার-ফাইনালেও ম্যাচ সেরা ছিলেন নেইমার। আসরে তিনবার তিনি হলেন ম্যান অব দা ম্যাচ।
নিজেরা ফাইনালে উঠে তারা এখন তাকিয়ে দ্বিতীয় সেমি-ফাইনালে। যেখানে আর্জেন্টিনা লড়বে কলম্বিয়ার সঙ্গে। প্রথম সেমি-ফাইনাল শেষে নেইমার হাসিমুখে জানিয়ে দিলেন, ফাইনালে কোন দলকে চান।
“আমি আর্জেন্টিনাকেই চাই, ওখানে আমার অনেক বন্ধু আছে এবং সেই ফাইনালে ব্রাজিলই জিতবে।”