সাত জুলাই ২০১৯ সালের এই দিনে এক সুন্দর মূহুর্তে আমাদের কোলজুড়ে এক পৃথিবী সুখানুভূতি নিয়ে আগমন করে ইনতেসার।
আমাদের ভালবাসার সংসারে যেন পূর্ণতা এলো সেদিন! জীবনের নানামুখী কোলাহলে এক নব ছন্দের অনুরণন শান্তির পরশ বুলিয়ে দিয়ে গেল।
ইনতেসার- নিষ্পাপ হাসিতে যেন ছড়িয়ে পড়লো পৃথিবীর তাবৎ শান্তির বারতা; ঘুচে গেল সব ক্লান্তি, জীর্ণতা।
আজ আমাদের সোনামণি ইনতেসারের দ্বিতীয় জন্মবার্ষিকী। মহামারি করোনার কারণে যদিও ছিল না কোন জমকালো আয়োজন। তবুও পারিবারিক পরিসরে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইনতেসারের জন্য সকলের পক্ষ থেকে দোয়া ও ভালবাসা কামনা করছি। এই পৃথিবীতে বেড়ে উঠুক এক মানবহিতৈষী ইনতেসার; অনাগত দিনগুলো হোক সুন্দর, শান্তিময় ও প্রাণোচ্ছলতায় ভরপুর।
দোয়াপ্রার্থী–রাশেদ বিনয়, আফরিন টুকটুকি।