কেউ গান শুনুক আর না শুনুক, অভিনয় কেউ দেখুক আর না দেখুক, অদম্য হিরো আলম, আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে একের পর এক গানে কন্ঠ দিয়েই যাচ্ছেন, বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি, চাইনিজ, আফ্রিকান, ইন্দোনেশিয়ান সহ বেশ কিছু গানের পাশাপাশি এবার গান গাইলেন আর্জেন্টিনার ডিফেন্ডার মেসিকে নিয়ে।
গানের শিরোনাম ‘উই লাভ মেসি’। এর কথা ও সুর করেছেন আকাশ নিবির। সংগীতে ছিলেন বিপি।
আজ বুধবার গানটি ইউটিউবে বিভিন্ন চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
ফেসবুক ও ইউটিউবে ইতিমধ্যেই গানটির ভিডিও কয়েক ঘণ্টায় দেখা হয়েছে ৫ লাখের বেশিবার।
মেসিকে নিয়ে গান গাওয়ার বিষয়ে হিরো আলম বলেন, ‘আমি আর্জেন্টিনা দল সাপোর্ট করি। গানটি গাওয়ার আগে আমাকে অনেকেই বলেছিল আর্জেন্টিনা জিতবে না। তবুও তো আমার প্রিয় দল জিতে গেল। আর্জেন্টিনা ফাইনালে কাপ নিলে এই মেসি’র গান দর্শক শ্রোতারা ইংলিশ ভার্ষণও শুনতে পারবে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।