1. admin@thedailyintessar.com : rashedintessar :
জয় কার : শাকিব না অপুর ! - The Daily Intessar
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২ অপরাহ্ন

জয় কার : শাকিব না অপুর !

টিডিআই রিপোর্ট :
  • Update Time : শনিবার, ১০ জুলাই, ২০২১

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে চির প্রতিদ্বন্দী ব্রাজিল-আর্জেন্টিনা আগামীকাল ভোর ৬ টায় মুখোমুখি হবে। খেলা মাঠের এই লড়াইকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারকারাও পিছিয়ে নেই।

পছন্দের দলের হয়ে সোশ্যাল মিডিয়ায় অনেককে পোস্ট দিতে দেখা গেছে।

কোপা আমেরিকার মাঠের লড়াই বেশ উপভোগ করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস। করোনার কারণে কঠোর লকডাউন চলায় ঘরবন্দি সময় কাটাচ্ছেন তার। যে কারণে আয়েশ করেই প্রিয় দলের খেলা দেখবেন তারা।

শাকিব বলেন, বাইরে বের হচ্ছি না। বাসায় আছি। এ সময় আমার প্রিয় দল আর্জেন্টিনা ফাইনালে উঠেছে। এই খেলা কোনোভাবেই মিস করবো না।

ছোটবেলা থেকেই শাকিবের প্রিয় খেলা ছিলো ফুটবল। তিনি নিজেও ফুটবল খেলেছেন উল্লেখ করে বলেন একসময় নিয়ম করে প্রতিদিন ফুটবল খেলতাম। এখান আর সেই সুযোগ হয় না। মাঠে খেলার সময় নিজেকে ম্যারাডোনা মনে করতাম। তার মতো ফুটবল খেলার চেষ্টা করতাম। তখন থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক।

অপু বিশ্বাস সব সময় ব্রাজিলের সমর্থন করে আসছেন ফুটবল ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকা খেলা আসলেই সোশ্যাল মিডিয়ায় ব্রাজিলের জার্সি পরিহিত ছবি আপলোড করেন আজও তিনি তার ছেলে জয়কে নিয়ে তিনটি ছবি আপলোড করছেন ৫ ঘন্টায় ছবিগুলোতে প্রায় ২ লক্ষ লাইক পড়েছে।

আগামীকাল সকালে জানা যাবে জয় কার শেষ হাসি কে হাসবে অপু নাকি শাকিব খান।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar