1. admin@thedailyintessar.com : rashedintessar :
"হৃদয়ের কথা" সিনেমার নায়িকা পূর্ণিমা'র জন্মদিন আজ। - The Daily Intessar
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ অপরাহ্ন

“হৃদয়ের কথা” সিনেমার নায়িকা পূর্ণিমা’র জন্মদিন আজ।

টিডিআই রিপোর্ট :
  • Update Time : রবিবার, ১১ জুলাই, ২০২১

সিনেমার আকাশে এখনো জ্বলজ্বলে তারা হয়ে আছেন পূর্ণিমা। জাকির হোসেন রাজু পরিচালিত  এ জীবন তোমার আমার সিনেমা ছিল পূর্ণিমার প্রথম সিনেমা। পূর্ণিমা যখম নবম শ্রেণির শিক্ষার্থী তখন তার প্রথম সিনেমা মুক্তি পায়। এ সিনেমায় নায়ক হিসেবে ছিলেন রিয়াজ। সিনেমাটি ১৯৯৮ সালের ১৫ মে মুক্তি পেয়েছিল।

১১ জুলাই ১৯৮১ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন পূর্ণিমা। তার পারিবারিক নাম দিলারা হানিফ রিতা। আজ এই চিত্রনায়িকার জন্মদিন।

তুমুল জনপ্রিয়তা পায় “হৃদয়ের কথা” সিনেমাটি মুক্তির পর। হৃদয়ের কথা সিনেমার গানগুলোও ছিল চমৎকার বিশেষ করে “ভালোবাসবো বাসবো রে বন্ধু” ও “বলে তো দিয়েছি হৃদয়ের কথা”।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা দিয়েও মন জয় করেছেন দর্শকদের।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা।

করোনা মহামারির কারণে জন্মদিনে ছিলনা তেমন কোনো আয়োজন।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar