রঙ বাংলাদেশ তাদের ফেসবুক পেজে আজ বুধবার ১৪ জুলাই সকালে একটি পোষ্টে বলেছেন ইভ্যেলী থেকে পেমেন্ট না পাওয়ার কারনে গিফট ভাউচার দিয়ে কেনাকাটা করা যাবে না।
যদি ইভ্যেলী তাদের পেমেন্ট দেয় তাহলে রঙ বাংলাদেশ ও কেনাকাটার সুযোগ দিবে।
নিচে পোস্টটি তুলে ধরা হলো
সম্মানিত ক্রেতা, আমরা অত্যন্ত দু:খিত। আপনার কেনা গিফট ভাউচারের পেমেন্ট ই-ভ্যালী কর্তৃপক্ষ আমাদের প্রদান না করায় উক্ত ভাউচারটি গ্রহণ করা এই মূর্হুতে সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে পেমেন্ট হওয়া সাপেক্ষে এই ভাউচার আপনি অবশ্যই ব্যবহার করে কেনাকাটা করতে পারবেন। এমতাবস্থায় ই-ভ্যালী কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বিনীত অনুরোধ করছি। উল্লেখ্য সরাসরি ও অন্যান্য প্রতিষ্ঠানে হতে কেনা আমাদের গিফট ভাউচার যথারীতি চলমান থাকবে।
আপনার অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি।