দেশীয় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি এফডিসিতে আজীবন কোরবানি দেওয়ার ঘোষণা দিয়েছেন।
২০১৬ সাল থেকে এফডিসিতে কোরবানি দেয়া শুরু করেন পরীমনি। প্রথম বছর একটি গরু কোরবানি দিলেও ২০১৭ সালে দুটি, ২০১৮ সালে তিনটি, ২০১৯ সালে চারটি এবং সর্বশেষ করোনা মহামারির মধ্যে ২০২০ সালেও পাঁচটি গরু কোরবানি করেন। এসব কোরবানির মাংস নিজে দাঁড়িয়ে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেন পরীমনি।
মঙ্গলবার (১৩ জুলাই) গণমাধ্যমকে তিনি বলেন, যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব। ২০১৬ সাল থেকে এফডিসিতে কোরবানি দিচ্ছি। এবার নিয়ে ছয় বছর হবে। তাই ছয়টি গরু কোরবানি দেবো।
তিনি বলেন, আমার ইচ্ছে- প্রতিবছর একটি করে গরু বেশি কোরবানি দেবো, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, চলচ্চিত্রের অনেক কলাকুশলীর মানবেতর জীবন-যাপন করার বিষয়টি জানার পর থেকে এফডিসিতে কোরবানি দেই। যারা কোরবানি দিতে পারেন না, তাদের জন্যই এই উদ্যোগ।