গত ২৪ ঘণ্টায় দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২৫৮ জনের মৃত্যু হয়েছে।
একইসময়ে একদিনে সর্বোচ্চ করোনার পরীক্ষা করা হয়েছে। এদিন অ্যান্টিজেনসহ মোট ৫২ হাজার ৫৭৮টি পরীক্ষায় নতুন করে ১৪ হাজার ৯২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল সোমবার (২৬ জুলাই) দেশে একদিনে সর্বোচ্চ ৫০ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ১৫ হাজার ১৯২ জন শনাক্ত ও সর্বোচ্চ ২৪৭ জন মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক ৪৪। অদ্যবধি সংক্রমণের হার ১৫ দশমিক ৮১।
একইসময়ে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন। এনিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দশ লাখ ২২ হাজার ৪১৪ জন।