আর্জেন্টিনাকে হারিয়ে অলিম্পিক হকিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারত। বৃহস্পতিবার অনুষ্ঠিত নিজেদের চতুর্থ ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছে এশিয়ার দেশটি।
এমন হার কাঙ্ক্ষিত ছিল না আর্জেন্টিনার। গত আসরে এই ইভেন্টে দুর্দান্ত খেলেছে তারা। চ্যাম্পিয়ন হয় তারা। আর এবার দ্বিতীয় রাউন্ডেই উঠতে পারল না।
ম্যাচে ৪৩ মিনিটে গিয়ে বরুণ কুমারের গোলে লিড নেয় ভারত। সে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি ভারতীয়রা। পাঁচ মিনিট পরই সেট পিস থেকে গোল করে দলকে সমতায় ফেরান আর্জেন্টিনার মাইকো কাসেলা।
৫৮ মিনিটে দলকে আবার এগিয়ে নেন বিবেক প্রসাদ। কিন্তু পরের মিনিটেই ফের ধরাশায়ী হন আর্জেন্টাইন কিপার ভিভালদি।
হারমানপ্রিত সিংয়ে শটটি আর ফেরাতে পারেননি ভিভালদি। গোলব্যবধান দাঁড়ায় ৩-১। ২ গোল পিছিয়ে থেকে আর খেলায় ফিরতে পারেনি আর্জেন্টিনা।
ফলে পরাজয় নিয়ে টুর্নামেন্টকে বিদায় জানাতে হয় আলবিসেলেস্তেদের।
৪ জয় নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। অন্যদিকে চার ম্যাচের তিনটি জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ভারত। ‘বি’ গ্রুপের ম্যাচে বেলজিয়াম ৯-১ গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।