1. admin@thedailyintessar.com : rashedintessar :
প্রেমের প্রথম সাক্ষাতে যা করবেন - The Daily Intessar
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৫ পূর্বাহ্ন

প্রেমের প্রথম সাক্ষাতে যা করবেন

টিডিআই রিপোর্ট :
  • Update Time : রবিবার, ১ আগস্ট, ২০২১

প্রেমের প্রথম সাক্ষাতে নিজেকে উপস্থাপন করতে গিয়ে অনেকে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান। আর সেজন্য কিছু সাধারণ ভুল যেন না হয় সেদিকে নজর রাখা দরকার।

কথোপকথনের সময় দুজন দুজনকে সমান কথা বলার সুযোগ দিতে হবে। নিজের সম্পর্কে কথা বলার পাশাপাশি সামনে বসে থাকা অপরজনকে কথা বলার সুযোগ দিতে হবে। দুজন দুজনার সম্পর্কে জানার মধ্যে ভারসাম্য রাখতে হবে। নিজের সম্পর্কেই যদি অনর্গল কথা বলে যান অপরজন বিরক্ত হবে ও আলোচনায় আগ্রহ হারাবে।

দেখা করতে গিয়ে অবশ্যই মনযোগ ফোনের দিকে দেয়া যাবে না। গুরুত্বপূর্ণ বিষয়ে ফোনে নজর রাখতে হলে অপরজনের অনুমতি নিয়ে নিন।

দুটি মানুষের মধ্যে সম্পর্ক তৈরি হওয়ার জন্য তাদের মধ্যে আলাপ জমাটা অত্যন্ত জরুরি। আর আলাপ জমানোর জন্য একে অপরকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করার মানে হল ওই মানুষটা সম্পর্কে আপনার আগ্রহ আছে। মনে রাখতে হবে আপনি যেমন তার সঙ্গে দেখা করার জন্য সময় বের করেছেন, ওই ব্যক্তিটাও আপনার জন্য সময় বরাদ্দ করেছে।

প্রথম সাক্ষাতে তাকে অপেক্ষায় রাখা সেটা মোটেও ভালো ধারণা তৈরি করবে না। দেরিতে গেলে আপনার অপেক্ষায় থাকা মানুষটা মনে করবে তার কাছে আপনার সময়ের মূল্য নেই। ফলে শুরুতে আপনার প্রতি নেতিবাচক ধারণা তৈরি হবে। কোনো অনিবার্য কারণে যদি দেরি হয়েই যায় তবে অপেক্ষমান মানুষটাকে জানিয়ে দিন এবং পৌঁছানোর পর ক্ষমা চেয়ে নিন।

দুজনে আলাপচারিতার মাঝে এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড কে ঢুকানো যাবেনা, সামনে এগোনোর প্রক্রিয়ায় যদি এক্সদের গল্প নিয়ে বসেন তবে তা মোটেও ফলপ্রসূ হবে না।

প্রাক্তন সম্পর্কের ক্ষত না শুকানো পর্যন্ত নতুন সম্পর্কের চেষ্টা করা উচিত নয়।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar