শেষমেশ নাকটাই কেটে ফেললেন বলিউড অভিনেত্রী সারা আলি খান! শুধু তাই নয়, নাক কাটা অবস্থাতেই ভিডিও তুলে আপলোড করেছেন নিজের ইনস্টাগ্রামে। হ্যাঁ, ঠিক এরকম কাণ্ডই ঘটিয়ে ফেলেছেন সইফ আলি খানের কন্যা সারা আলি খান। যা দেখে অনুরাগীরা বেজায় চিন্তায় পড়ে গেছেন।
ভিডিও আপলোড করে সারা লিখেছেন, দুঃখিত মা-বাবা, আমি আজকে নাক কেটে ফেললাম।
ভিডিওতে দেখা গিয়েছে, সারার নাকের উপর মোটা ব্যান্ডেজ। আর সেই ব্যান্ডেজ খুলতেই গলগল করে নাকের উপর থেকে বেরতে শুরু করল রক্ত।
অনেকে আবার কমেন্টে প্রশ্ন করেছেন, এই ঘটনা ঘটল কী করে?
অবশ্য এই নাক কাটার ভিডিও নিয়ে সারা বিস্তারিত না জানালেও, নেটিজেনরা কিন্তু ধরেই ফেলেছেন সারার এই কারসাজি। অনেকে মনে করছেন মেকআপ করে সারা সবাইকে বোকা বানাচ্ছেন! তবে সারা কিন্তু এ ব্যাপারে শুধুই মুচকি হাসছেন।