1. admin@thedailyintessar.com : rashedintessar :
আলোচনার শীর্ষে নাক কাটা অভিনেত্রী সারা আলি খান! - The Daily Intessar
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:০২ পূর্বাহ্ন

আলোচনার শীর্ষে নাক কাটা অভিনেত্রী সারা আলি খান!

টিডিআই রিপোর্ট :
  • Update Time : বুধবার, ৪ আগস্ট, ২০২১

শেষমেশ নাকটাই কেটে ফেললেন বলিউড অভিনেত্রী সারা আলি খান! শুধু তাই নয়, নাক কাটা অবস্থাতেই ভিডিও তুলে আপলোড করেছেন নিজের ইনস্টাগ্রামে। হ্যাঁ, ঠিক এরকম কাণ্ডই ঘটিয়ে ফেলেছেন সইফ আলি খানের কন্যা সারা আলি খান। যা দেখে অনুরাগীরা বেজায় চিন্তায় পড়ে গেছেন।

ভিডিও আপলোড করে সারা লিখেছেন, দুঃখিত মা-বাবা, আমি আজকে নাক কেটে ফেললাম।

ভিডিওতে দেখা গিয়েছে, সারার নাকের উপর মোটা ব্যান্ডেজ। আর সেই ব্যান্ডেজ খুলতেই গলগল করে নাকের উপর থেকে বেরতে শুরু করল রক্ত।

অনেকে আবার কমেন্টে প্রশ্ন করেছেন, এই ঘটনা ঘটল কী করে?

অবশ্য এই নাক কাটার ভিডিও নিয়ে সারা বিস্তারিত না জানালেও, নেটিজেনরা কিন্তু ধরেই ফেলেছেন সারার এই কারসাজি। অনেকে মনে করছেন মেকআপ করে সারা সবাইকে বোকা বানাচ্ছেন! তবে সারা কিন্তু এ ব্যাপারে শুধুই মুচকি হাসছেন।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar