1. admin@thedailyintessar.com : rashedintessar :
অস্ট্রেলিয়ার সংগ্রহ ওয়ান টু ওয়ান - The Daily Intessar
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৩ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার সংগ্রহ ওয়ান টু ওয়ান

টিডিআই রিপোর্ট :
  • Update Time : বুধবার, ৪ আগস্ট, ২০২১

মেহেদী, মুস্তাফিজ, সাকিব, শরীফুল বল হাতে উজ্জ্বল সবাই। প্রথম টি-টোয়েন্টির মত দ্বিতীয় ম্যাচেও দাপুটে বোলিং করল টাইগার বোলাররা। নির্ধারিত ২০ ওভারে সফরকারী অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৭ উইকেটে ১২১ রান। জিততে হলে বাংলাদেশের দরকার ১২২ রান।

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১২১ রান করেছে অস্ট্রেলিয়া । দলের হয়ে ৪২ বলে সর্বোচ্চ ৪৫ করেন মিচেল মার্শ। বাংলাদেশের সেরা বোলার নিঃসন্দেহে মোস্তাফিজ । ৪ ওভার বল করে ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর অস্ট্রেলিয়া:   ২০ ওভারে ১২১/৭  (ফিলিপ  ১০, ক্যারি ১১, মার্শ ৪৫, হেনরিকস ৩০ ,  ওয়েড ৪,   টার্নার ৩  , অ্যাগার ০, স্টার্ক ১৩*, টাই ৯*  ; শেখ মেহেদী ১/১২, নাসুম ০/২৯ , সাকিব ১/২২, মোস্তাফিজ ৩/২৩,  শরিফুল ২/২৭,  সৌম্য  ০/৭ )

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar