মেহেদী, মুস্তাফিজ, সাকিব, শরীফুল বল হাতে উজ্জ্বল সবাই। প্রথম টি-টোয়েন্টির মত দ্বিতীয় ম্যাচেও দাপুটে বোলিং করল টাইগার বোলাররা। নির্ধারিত ২০ ওভারে সফরকারী অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৭ উইকেটে ১২১ রান। জিততে হলে বাংলাদেশের দরকার ১২২ রান।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১২১ রান করেছে অস্ট্রেলিয়া । দলের হয়ে ৪২ বলে সর্বোচ্চ ৪৫ করেন মিচেল মার্শ। বাংলাদেশের সেরা বোলার নিঃসন্দেহে মোস্তাফিজ । ৪ ওভার বল করে ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১২১/৭ (ফিলিপ ১০, ক্যারি ১১, মার্শ ৪৫, হেনরিকস ৩০ , ওয়েড ৪, টার্নার ৩ , অ্যাগার ০, স্টার্ক ১৩*, টাই ৯* ; শেখ মেহেদী ১/১২, নাসুম ০/২৯ , সাকিব ১/২২, মোস্তাফিজ ৩/২৩, শরিফুল ২/২৭, সৌম্য ০/৭ )