শিগগিরই আমাকে বাঁচাতে আসুন, এমন আকুতি নিয়ে লাইভে আসেন চিত্রনায়িকা পরীমনি।
তার সেই লাইভের পর কৌতূহল বশত লকডাউন ভেঙে বনানীর আশপাশের অনেকেই পরীমনির বাসার নিচে জড়ো হন। এর পর পরীমনির বাসায় অভিযানের খবর গণমাধ্যমে প্রকাশের পর উৎসুক জনতার ভিড় আরও বাড়ে।
আর সেই সুযোগে ভিড়ের মাঝেই ফুটপাতে ভ্রাম্যমাণ দোকান খুলে বসেন হকাররা। মাস্ক, ঝালমুড়ি, চানাচুর ও ডাব বিক্রি করতে দেখা যায়।
এ সময় অনেক মাস্ক নিয়ে এসেছিলেন এমদাদুল হক। পরীমনির বাসার নিচে ৩০ মিনিটে বিক্রি হয়ে যায় এমদাদুলের সব মাস্ক। পরীমনির দুঃসময়ে সব মাস্ক বিক্রি করে খুশি এমদাদুল।
সামাজিক যোগাযোগমাধ্যমে মাস্ক বিক্রি করে ভাইরাল এমদাদ।