সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এলো আনুষ্ঠানিক ঘোষণা। দীর্ঘ ২০ বছর পর বার্সেলোনা ছাড়ছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল আন্দ্রেস মেসি। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। নিশ্চিত করেছে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কাও।
সব ঠিক পথেই এগোচ্ছিল, নানা রকম জল্পনা সত্ত্বেও নিজের পারিশ্রমিক অর্ধেক করেও বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করতে রাজিও হয়ে গিয়েছিলেন লিওনেল মেসি। কথা ছিল কয়েকদিনের মধ্যেই মেসির নতুন চুক্তির কথা ঘোষণা করা হবে। কিন্তু পরিস্থিতি এখন উল্টে গেল।
মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মেসির এজেন্টদের সঙ্গে মধ্যাহ্নভোজে আলোচনায় বসে বার্সা বোর্ড। এই আলোচনা সভার পরেই মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর কথাবার্তা ভেস্তে যায়। বার্সালোনা ক্লাবের তরফেও মেসিকে ক্লাব ছাড়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে।
বার্সেলোনার ক্লাব একটি বিবৃতি দিয়েছে । সেখানে লিখেছে, ‘বার্সেলোনা ও লিওনেল মেসির মধ্যে ইচ্ছা ছিল নতুন চুক্তিতে পৌঁছানোর। কিন্তু অর্থনৈতিক জটিলতা ও স্প্যানিশ লা লিগার বাধায় সেটা সম্পন্ন করা গেল না। এমন পরিস্থিতিতে লিওনেল মেসি বার্সেলোনার সাথে থাকতে পারেন না। মেসির চাহিদাও ক্লাব পূরণ করতে পারেনি। বার্সেলোনা মেসির পেশাগত ও ব্যাক্তিগত জীবনের সাফল্য কামনা করছে।
গুঞ্জন রয়েছে লিওনেল মেসি ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে যোগ দিচ্ছেন। যেখানে ব্রাজিলের নেইমার খেলছেন।