শিক্ষার্থীদের জিপিএ-৫ বেশি পাওয়ার প্রবণতা থেকে সবাইকে বের করে আনতে নতুন ধরনের কারিক্যুলাম তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, জিপিএ দ্বারা শিক্ষার্থীদের প্রকৃত মেধার মূল্যায়ন করা যাবে না।
আজ শনিবার বিকেলে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর ‘কলম’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের শিক্ষার্থীরা কী শিখলো সেটি মূল বিষয় হচ্ছে না। কে কত জিপিএ পেয়েছে সেটি নিয়ে সবার উৎসাহ তৈরি হয়েছে। এই অসম প্রতিযোগিতা থেকে আমাদের শিক্ষার্থীদের বের করে আনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে শেখার পরিবেশ তৈরি করা হবে। যার যে বিষয়ে প্রতিভা রয়েছে সেটি বিকশিত করার লক্ষ্যে উপযুক্ত কারিক্যুলাম তৈরি করা হচ্ছে।
দীপু মনি আরও বলেন, শিক্ষার্থীদের যার যে ধরনের প্রতিভা রয়েছে সেটি বিকশিত করতে এক ধরনের পরিবেশ তৈরি করে দেওয়া হবে। জিপিএ বেশি পাওয়ার প্রবণতা থেকে সবাইকে বের করে আনা হবে। সে জন্য নতুন ধরনের পাঠ্যপুস্তক তৈরি করা হচ্ছে। আমাদের কিছু ঘাটতি রয়েছে, যার জন্য আমাদের শিক্ষার্থীরা শিখছে, কিন্তু সে নিজে বলতে পারছে না। সেগুলো চিহ্নিত করে সমাধান করা হচ্ছে।