1. admin@thedailyintessar.com : rashedintessar :
দীর্ঘশ্বাস ছেড়ে মুখে হাসি আনলো অস্ট্রেলিয়া - The Daily Intessar
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন

দীর্ঘশ্বাস ছেড়ে মুখে হাসি আনলো অস্ট্রেলিয়া

টিডিআই রিপোর্ট :
  • Update Time : শনিবার, ৭ আগস্ট, ২০২১

অবশেষে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। টানা তিন ম্যাচ হেরে সিরিজ হারানোর পর ঘুরে দাঁড়াল অসিরা।

মিরপুর শেরেবাংলায় সন্ধ্যা ৬ টায় সিরিজের ৪র্থ ম্যাচে ফেভারিট হিসেবেই নামে বাংলাদেশ।

বাংলাদেশের ছোড়া ১০৮ রানের মামুলি টার্গেটে পৌঁছুতে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ৭ বল হাতে রেখে ৪র্থ টি-টোয়েন্টি ম্যাচ ৩ উইকেটে জিতল ম্যাথিউ ওয়েডের দল। ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে রইল স্বাগতিক বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার এ জয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতাই মূলত দায়ী। পরে বোলিংয়ে এক ওভারে ৫ ছক্কা দিয়ে জয়কে সহজ করে দেন সাকিব আল হাসান।  

অবশেষে লম্বা দীর্ঘশ্বাসটা ছেড়ে মুখে হাসি আনতে পারেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েড।

ম্যাচ শেষে সে কথাই জানালেন। বললেন, ‘ম্যাচ শেষে সে কথাই জানালেন। বললেন, গত তিন ম্যাচে আমরা ঘাম ঝরা শ্রম দিয়েছি। কিন্তু ফলাফল আমাদের পক্ষে যায়নি। তবে আজকের পরিশ্রম কাজে দিয়েছে। ড্যান ক্রিশ্চিয়ান যে পারফরম্যান্স দেখিয়েছে, তাতেই জয়-পরাজয়ের পার্থক্যটা গড়েছে। জয়ে ফিরতে আমাদের টপঅর্ডারের ব্যাটসম্যানদের রান দরকার ছিল, আজ তা হয়েছে। তাই আমরা জিতেছি। আগের তিন ম্যাচ পরাজয়ের পর ম্যানেজমেন্ট আর স্টাফরা মিলে আলোচনা করেছি। এর থেকে উত্তোরণে উপায় খুঁজেছি। আমরা পিচ থেকে রান খুঁজছিলাম।’

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar