1. admin@thedailyintessar.com : rashedintessar :
আদিরাকে নিয়েই নরওয়ে পাড়ি দিলেন রানী মুখার্জি - The Daily Intessar
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১ পূর্বাহ্ন

আদিরাকে নিয়েই নরওয়ে পাড়ি দিলেন রানী মুখার্জি

টিডিআই রিপোর্ট :
  • Update Time : রবিবার, ৮ আগস্ট, ২০২১

দেশ ছাড়লেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। মেয়ে আদিরাকে নিয়েই দেশ ছেড়ে নরওয়ে পাড়ি দিলেন তিনি। সেখানেই হবে অভিনেত্রীর আগামী ছবি  ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র শুটিং। প্রায় মাস খানেক নরওয়েতেই থাকবেন তিনি। এই ছবিতে রানীর সঙ্গে অভিনয় করবেন টলিউডের ‘খোকা’ অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্য। ছবিটি পরিচালনা করবেন অসীমা ছিব্বর। যিনি কি-না এর আগে ‘মেরে ড্যাড কি মারুতি’র মতো ছবি পরিচালনা করেছেন। মা হওয়ার পর এই প্রথম নিজেদের হোম প্রোডাকশন যশরাজ ফিল্মস-এর বাইরে অন্য কোনো প্রযোজনা সংস্থার ছবিতে কাজ করছেন রানী।  গত ২১শে মার্চ, অভিনেত্রীর ৪৩তম জন্মদিনে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটির কথা ঘোষণা করা হয়।

এই ছবির গল্প রানীর চরিত্রকে কেন্দ্র করেই এগোবে বলে জানা যাচ্ছে। রানীর কথায়, তার ক্যারিয়ারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে। এই ছবিতে একজন মায়ের সমস্ত দেশের বিরুদ্ধে লড়াই দেখানো হবে। ছবির মূল প্রেক্ষাপট যেহেতু নরওয়ে তাই বেশির ভাগ শুটিং সেদেশেই হবে।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar