লকডাউন শিথিল হওয়ায় ফের শুটিংয়ে ফিরলাম। কাজে ফিরলেও এফডিসিতে তো কাজের পরিবেশ খুঁজে পাচ্ছি না। চারিদিকে ভাঙা, ঘিঞ্জি হয়ে আছে। এফডিসিতে তাহলে সমিতিগুলোর কাজ কী? সিনেমা বানানো নিয়ে কোনো কিছুতো দেখি না। বেশি বেশি সিনেমার কাজ হলে এসব ঠিক হয়ে যাবে বলে আমার বিশ্বাস। বেশি বেশি সিনেমা নির্মাণই পারে সবকিছু ঠিকঠাক করতে।’ বলছিলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকি খান।
করোনারভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশে শুরু হয় লকডাউন। অন্য সবের মতো বন্ধ থাকে নাটক সিনেমার সব ধরনের শুটিং। কিন্তু লকডাউন শিথিল হওয়া মাত্রই বুধবার থেকে শুটিংয়ে অংশ নেন শাকিব খান।এর মাধ্যমে ৪৫ দিন পর আবার শুটিংয়ে ফিরলেন তিনি।
জানা গেছে গতকাল সকাল ১১টায় এফডিসিতে এসে রাত ৮টা পর্যন্ত তিনি শুটিং করেছেন তপু খান পরিচালিত ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমায়।
ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলি। আজও তিনি অংশ নিয়েছেন শুটিংয়ে।
সিনেমাটির শুটিং ৭০ ভাগ শেষ হয়েছে আগেই। গতকাল থেকে আগামী ১০ দিনের মধ্যেই বাকি অংশের কাজ শেষ হবে বলে জানিয়েছে ছবি সংশ্লিষ্টরা।
শাকিব বলেন, ‘কাজ করতে আমার সব সময়ই ভালো লাগে। কাজ না করলে কীভাবে হবে। স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ের কাজ এগিয়ে নিতে হবে। ধীরে ধীরে সবাইকে টিকা নিতে হবে।