1. admin@thedailyintessar.com : rashedintessar :
টিকা দিয়ে রিমান্ডে হাসান ও মোবারক আলী - The Daily Intessar
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১ পূর্বাহ্ন

টিকা দিয়ে রিমান্ডে হাসান ও মোবারক আলী

টিডিআই রিপোর্ট :
  • Update Time : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

চট্টগ্রাম সিটি করপোরেশনের টিকাকর্মী বিষু দে’র টাকার বিনিময়ে বাসায় গিয়ে টিকা দেওয়ার মামলায় ব্যবসায়ী মো. হাসান ও ব্যাংকার মোবারক আলীর একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা এ রিমান্ড দেন।

খুলশী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, বাসায় টিকা দেওয়ার মামলায় কারাগারে থাকা দুই আসামির একদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আমরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিলাম।

গত ৭ আগস্ট সারাদেশের মতো চট্টগ্রামেও চসিকের প্রতি ওয়ার্ডে তিনটি কেন্দ্রে ৯০০ জনকে টিকা দেওয়া হয়। কিন্তু এ দিন সিটি করপোরেশনের মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ টিকাকেন্দ্রে দায়িত্বরত বিষু দে নগরীর জাকির হোসেন রোড বাই লেনে ব্যবসায়ী জোনাব আলী ভবনে মোরশেদ আলীর বাসায় গিয়ে জনপ্রতি এক হাজার টাকার বিনিময়ে হাসান ও তার বন্ধু সাজ্জাদকে টিকা দেন।

ফেসবুকে এ ছবি আপলোড হলে তোলপাড় শুরু হয় চট্টগ্রামে। পরে খুলশী থানার জাকির হোসেন সড়ক থেকে টিকা গ্রহীতা ও সহায়তাকারী মো. হাসান ও মোবারক আলীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সরকারি টিকা আত্মসাৎ করে অবৈধভাবে ব্যবহারের অভিযোগে দণ্ডবিধির ৩৭৯, ৪০৬ ও ৪২০ ধারায় খুলশী থানায় মামলা করেন চসিকের এক ডাক্তার।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar