কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে দেখা যায় তাকে। মাঝেমধ্যেই চলে প্রশ্নোত্তর পর্ব। এবার হতাশা থেকে বেরিয়ে আসার উপায় বাতলে দিলেন এ নায়িকা।
শ্রীলেখা বলেন, ‘হতাশা জীবনের একটা অংশ। অভিনেত্রী নিজেও তার ব্যতিক্রম নন। তবে হতাশ হয়ে ভেঙে পড়লে চলবে না। ইতিবাচক থাকার চেষ্টা করতে হবে। ইতিবাচক মনোভাব নিয়েই পার করতে হবে হতাশার দিনগুলো।’
তার মতে, ‘রাতের পর যেমন দিন হয়, তেমন তুমি আজ হতাশ থাকবে, পজিটিভ থাকবে, পরের দিন তোমার ভালো হবে। ইতিবাচক থাকলে ইতিবাচকতাকে আকর্ষণ করে।’
করোনার দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় শ্রীলেখা মিত্র। প্রায়ই নিজের নতুন নতুন ছবি দিয়ে আর নানা রকম মন্তব্য করে সাড়া ফেলে দেন তিনি।
চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করে প্রতিষ্ঠিত শ্রীলেখা মিত্র বাংলাদেশে বেশি পরিচিতি পেয়েছেন রিয়েলিটি শো মীরাক্কেলের কারণে। বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় অংশ নিয়ে শীর্ষ তালিকায় ছিলেন বেশ কয়েক প্রতিযোগী। পরাণ বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তের সঙ্গে বরাবরই বিচারকের আসনে দেখা গেছে ভারতের এই সুপরিচিত অভিনয়শিল্পীকে। অবশ্য সর্বশেষ মীরাক্কেলের আয়োজনে শ্রীলেখা ছিলেন না।
সূত্র: হিন্দুস্তান টাইমস