অনেকেই রেস্তোরাঁ ঘুরে খাবার খেতে পছন্দ করেন। কিন্তু দীর্ঘদিন লকডাউনের কারণে রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া বন্ধ ছিল। এবার সেই স্বাদ মেটাতে অনেকেই যাচ্ছে। কিন্তু করোনাকালে বাইরে গিয়ে খেতে হলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে।
প্রথমেই দেখে নিন যে রেস্তোরাঁয় যাচ্ছেন, তারা কতটা করোনাবিধি মেনে চলছেন। অনলাইনে রেস্টুরেন্টের ছবি দেখে নিন। জেনে নিন সব স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কি না।
রেস্তোরাঁয় যাওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন। নিজের কাছে রাখুন স্যানিটাইজার। টেবিলে বসার আগে কর্মচারীদের বলুন টেবিল-চেয়ার ভালোভাবে স্যানিটাইজ করে দিতে।
রেস্তোরাঁয় ব্যবহৃত জিনিস পরিষ্কার কি না তা সুনিশ্চিত হোন। স্যানিটাইজ হয়েছে কি না তা জেনে নিন।
খাবার আগে ভালো করে হাত ধুয়ে নিন। হাত ধোয়ার পরেও স্যানিটাইজ ব্যবহার করুন। কারণ বেসিনের কল থেকে হাতে জীবাণু আসতে পারে। এ জন্য কল বন্ধ করে অবশ্যই হাতে স্যানিটাইজার ব্যবহার করুন।
রেস্তোরাঁর ওয়াশরুমে গেলে অবশ্যই দেখে নিন তা পরিষ্কার-পরিচ্ছন্ন কি না। রেস্তোরাঁর দেওয়া টিস্যু ব্যবহার না করাই ভালো।
রেস্তোরাঁয় গিয়ে যদি দেখেন ভিড় বেশি তাহলে সে জায়গা এড়িয়ে চলুন। কম ভিড় আছে এমন একটি রেস্টুরেন্ট বেছে নিন।