মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলাধীন বিবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মঈম কমলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হানা গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ হারুনুর রশিদ মোল্লা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা যুবলীগের তথ্য সম্পাদক হাসিম আলী আমিন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন হাওলাদার ও সাবেক সভাপতি আব্দুস সাত্তার মুক্তার। আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক লাভলী আক্তার অন্যান্য শিক্ষকবৃন্দ যুবলীগ নেতা আঃ কুদ্দুস, আওয়ামীলীগ নেতা নাছির শেখ, শিমুল,বাচ্চু, মিজান,নাহিদ প্রমুখ।
এ সময় শোক দিবসে শাহাদাত বরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও তোবারক বিতরন করা হয় এবং বিদ্যালয় চত্বরে কয়েকটি ফলজ গাছের চারা রোপণ করা হয়।