1. admin@thedailyintessar.com : rashedintessar :
আফগানিস্তানে জনগণের সরকার মেনে নেবে বাংলাদেশ - The Daily Intessar
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ন

আফগানিস্তানে জনগণের সরকার মেনে নেবে বাংলাদেশ

টিডিআই রিপোর্ট :
  • Update Time : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আফগানিস্তানের জনগণ যে সরকার গড়বে তা বাংলাদেশ মেনে নেবে। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

তালেবানদের ক্ষমতা দখলের পর ঢাকা-কাবুল সম্পর্কে কোনো প্রভাব পড়বে কি-না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তান সার্কের সদস্য। বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশ চায়, আফগানিস্তানের উন্নতি হোক।

তিনি আরও বলেন, বাংলাদেশ জনতার সরকারে বিশ্বাস করে, গণতান্ত্রিক সরকারে বিশ্বাস করে। দেশের মানুষের ইচ্ছা অনুযায়ী সরকার গঠন ও পরিচালনায় বিশ্বাস করে। যদি তালেবান সরকার আফগান জনগণের সরকার হয়, অবশ্যই তাদের জন্য বাংলাদেশের দরজা খোলা থাকবে। কারণ বাংলাদেশ চায় সবার সঙ্গে বন্ধুত্ব। বাংলাদেশের কাছে যে সরকারই সহযোগিতা চাইবে, বাংলাদেশ সাধ্যমতো সহায়তার চেষ্টা করবে।

বাংলাদেশে উগ্র ধর্মীয় জঙ্গিবাদের শুরু তালেবানদের মাধ্যমে এমনটাই ধারণা করা হয়- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কিছু সন্ত্রাসী ছিল যারা আফগানিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল। তাদের উচ্ছেদ করা হয়েছে। আশা করি সেই সন্ত্রাসী নতুন করে তৈরি হবে না।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar