চট্টগ্রামের খুলশীতে বাসায় বসে অবৈধভাবে টিকা নেওয়ার মামলায় দুই আসামি জামিন পেয়েছেন। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালত এ আদেশ দেন। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউসন) কাজী সাহাবউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
টাকার বিনিময়ে চট্টগ্রামে বাসায় গিয়ে এক ব্যবসায়ীকে করোনার টিকা দিয়েছিলেন চট্টগ্রাম সিটি করেপারেশনের (চসিক) ল্যাব টেকনিশিয়ান বিষু দে। ফেসবুকে সেই ছবি আপলোড করতেই তোলপাড় শুরু হয়। এ ঘটনায় ৪ জনের নামোল্লেখ করে মামলা হয়। এ ঘটনায় মো. হাসান নামের এক ব্যবসায়ী ও মোবারক আলী নামের এক ব্যাংক কমকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের একদিনের রিমান্ডে নেয় পুলিশ।
এ ঘটনায় ৯ আগস্ট চসিকের কাপাসগোলা ইপিআই জোনের মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্তী বাদী হয়ে সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মী বিষু দে, হাসান-আলীসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অন্য দুই আসামি স্বাস্থ্যকর্মী বিষু দে ও টিকাগ্রহণকারী সাজ্জাদ পলাতক রয়েছেন।