1. admin@thedailyintessar.com : rashedintessar :
বিএনপির নেতৃত্বে ২০০৫ সালে জেএমবি সিরিজ বোমা হামলা চালায় - The Daily Intessar
রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:৩০ পূর্বাহ্ন

বিএনপির নেতৃত্বে ২০০৫ সালে জেএমবি সিরিজ বোমা হামলা চালায়

টিডিআই রিপোর্ট :
  • Update Time : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

বিএনপির হাতে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি।

বিএনপিকে সাম্প্রদায়িক রাজনীতির নির্ভরযোগ্য ঠিকানা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বে ২০০৫ সালের আজকের এ দিনে জেএমবি সিরিজ বোমা হামলা চালায়। বিএনপি ক্ষমতাকালে রাষ্ট্রযন্ত্র নীরব ছিল। কীভাবে প্লান করে বাস্তবায়ন ঘটালো। এ বিষয়ে অবশ্যই সরকারের সমর্থন ছিল। ১৭ আগস্টের বোমা হামলা ছিল ২১ আগস্টের প্রস্তুতি।

তিনি আরও বলেন, মুক্তমনা মানুষ ও মুক্তিযুদ্ধের আদর্শকে বিলীন করার জন্যই সিরিজ বোমা হামলা চালানো হয়। জাতির পিতাকে হত্যা করে শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করা হয়। বিএনপির হাতে দেশ নিরাপদ নয় বলেও জানান ওবায়দুল কাদের।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar