যুক্তরাষ্ট্রের অনুরোধে দুই হাজার আফগান নাগরিককে আশ্রয় দিতে সম্মতি জানিয়েছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। আজ মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
উগান্ডার ত্রাণ, দুর্যোগ প্রস্তুতি ও শরণার্থী বিষয়ক জুনিয়র মন্ত্রী ইশথার আনিয়াকুন দাভিনিয়া রয়টার্সকে বলেন, ‘মার্কিন সরকার গতকালই প্রেসিডেন্ট মুসাভানির কাছে অনুরোধ জানিয়েছিল। তিনি দুই হাজার আফগান শরণার্থীকে উগান্ডায় আনতে সম্মতি জানিয়েছেন।’
উগান্ডার শরণার্থীদের আশ্রয় দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা আছে এবং বর্তমানে দেশটিতে প্রায় ১৪ লাখ শরণার্থী অবস্থান করছে। তাদের বেশিরভাগই দক্ষিণ সুদানের।
উগান্ডার মন্ত্রী দাভিনিয়া বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার তাদের অন্য কোথাও পুনর্বাসনের আগে তারা তিন মাসের জন্য সাময়িকভাবে এখানে থাকবে।’
তবে, কবে নাগাদ তারা উগান্ডা যাওয়া শুরু করবে তা স্পষ্ট করে বলেননি তিনি।