1. admin@thedailyintessar.com : rashedintessar :
আজ ওখানে হচ্ছে, কাল আমার দেশে বা কলকাতায়ও হতে পারে - The Daily Intessar
রবিবার, ২৮ মে ২০২৩, ০৪:৪৬ পূর্বাহ্ন

আজ ওখানে হচ্ছে, কাল আমার দেশে বা কলকাতায়ও হতে পারে

টিডিআই রিপোর্ট :
  • Update Time : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। তাদের ক্ষমতা দখলের পর অনেকে আফগানিস্তান ছেড়ে পালাচ্ছেন। বিমানবন্দরে শিশুকে রেখে মা-বাবা উধাওয়ের খবরও বিশ্ব গণমাধ্যমে আসছে। এ ছাড়াও সেখাকার নারী ও শিশুদের অসহায়ত্ব প্রকাশিত হচ্ছে গণমাধ্যমে।  আফগানিস্তানের বর্তমান অবস্থায় শঙ্কিত অভিনেত্রী জয়া আহসান। 

দুই বাংলায় জনপ্রিয় জয়া বলেন, ওখানকার যত ছবি দেখছি, আমার ভিতরটা দুমড়েমুচড়ে যাচ্ছে। 

তালিবান শাসন কায়েম হওয়ার পরে আফগান পরিচালক সারা করিমি খোলা চিঠি দিয়ে সাহায্যের আবেদন করেছেন। এ বিষয়ে আনন্দবাজারের কাছে জয়া বলেন,  আসলে পুরুষতান্ত্রিক সমাজের আঙুল সব সময়েই ওঠে মেয়েদের দিকে। ঠিক কম্পাসের কাঁটার মতো তা ঘুরে যায় নারীজাতির দিকে। সারা করিমি যে আহ্বান জানিয়েছেন, আমি মন থেকে তাতে সায় দিচ্ছি। তার সঙ্গে আছি। দূর থেকে কতটা কী করতে পারব জানি না, আমার পক্ষে যদি কিছু করার সুযোগ আসে, নিশ্চয়ই করব। ওখানকার যে সব ছবি দেখছি, শিউরে উঠছি। বাংলাদেশ হোক, ভারত হোক বা বহির্বিশ্বের যে কোনও দেশেই মেয়েদের উপরে অত্যাচার হলে আমাদের সরব হতে হবে। দেশটা আমাদের থেকে দূরে ভেবে বসে থাকলে চলবে না। আজকে যা ওখানে হচ্ছে, কাল তা আমার দেশে বা কলকাতায়ও হতে পারে।’

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar