করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে টিকা নেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।
এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার দলীয় প্যাডে স্বাক্ষরিত একটি চিঠি ডিএমপি কমিশনার বরাবর পাঠানো হয়। গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালে আসা-যাওয়ার ক্ষেত্রে সার্বিক নিরাপত্তা চাওয়া হয় চিঠিতে।
চিঠির একটি অনুলিপি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক বরাবর পাঠানো হয়।
এর আগে ১৯ জুলাই বিকেল ৪টায় ওই হাসাপাতালে খালেদা জিয়া মডার্নার টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। ওই দিন একইভাবে তার বাসা থেকে হাসপাতাল পর্যন্ত তাকে সার্বিক নিরাপত্তা দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
খালেদা জিয়া গত ৯ জুলাই ‘সুরক্ষা’ ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন ফরম পূরণ করেন। ৯ দিন পর টিকা নেওয়ার নির্ধারিত তারিখ উল্লেখ করে তাকে এসএমএস দেওয়া হয়।
চলতি বছর ১৪ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা শনাক্ত হয়। প্রথমে বাসায় থেকেই চিকিৎসা নেন তিনি। পরে নানা শারীরিক সমস্যা দেখা দিলে ২৭ এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরে গত ৯ মে তার করোনা পরীক্ষায় ‘নেগেটিভ’ আসে। তারপরও শারীরিক সমস্যা থাকায় প্রায় দেড় মাস তাকে হাসপাতালে থাকতে হয়।
সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দেওয়া হয়। শ্বাসকষ্টের কারণে মাঝে কিছুদিন তাকে সিসিইউতেও রাখা হয়।
৫২ দিনের চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি। এত দিন বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।